তীব্র আলোচনার মাঝেই পদত্যাগ করছেন কানাডার সেনাপ্রধান এডমিরাল আর্ট ম্যাকডোনাল্ড। ২০১০ সালে এক নারীসেনার সঙ্গে ম্যাকডোনাল্ডের যৌনতার অভিযোগে পদত্যাগ করলেন তিনি। এই নিয়ে সামরিক পুলিশের তদন্ত চলছে। তদন্ত চলাকালেই তিনি তার পদ থেকে স্বেচ্ছায় সরে গেলেন।
সিবিসি নিউজ থেকে জানা যায়, এ ব্যাপারে ৫৪ বছর বয়স্ক ম্যাকডোনাল্ড মুখ না খুললেও ফেডারেল প্রতিরক্ষা মন্ত্রী হারজিৎ সাজ্জানহারজিৎ সাজ্জান শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছেন, এডমিরাল ম্যাকডোনাল্ডের বিরুদ্ধে চলমান তদন্তের কারণেই তিনি স্বেচ্ছায় পদ থেকে অব্যহতি নিলেন। তিনি মাত্র এক মাস আগে অর্থাৎ গত ১৪ জানুয়ারি কানাডার সেনাবাহিনীর প্রধানের দায়িত্ব গ্রহণ করেন।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্টনিউজ২৪