ভেঙ্গে গেছে কলকাতার জনপ্রিয় গায়ক অনুপম রায়ের দ্বিতীয় সংসার। স্ত্রী পিয়াকে নিয়ে বিচ্ছেদের কথা জানিয়েছেন ‘আমাকে আমার মতো থাকতে দাও’- এর গায়ক অনুপম রায়।
কী এমন কারণ, যার জন্য এই বিচ্ছেদে?
ভাারতের গণমাধ্যমগুলোও মাধ্যমে বেরিয়ে এসেছে অনুপমের স্ত্রীর পরকীয়ার কথা ।
পিয়া তার বন্ধু পরমব্রতর জন্মদিননে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরমের সঙ্গে ছবি আপলোড করে শুভেচ্ছা জানান। সেখানে লিখেছিলেন, ‘শুভ জন্মদিন।
সেই রেশ ধরেই পরমব্রত ১৬ আগস্ট পিয়ার জন্মদিনে শুভেচ্ছা জানান। ইনস্টাগ্রামে ছবির ক্যাপশনে লেখেন, ‘শুভ জন্মদিন বন্ধু। চলো, অনেক সুন্দর সুন্দর স্মৃতি তৈরি করি। ঠিক যে রকমটা তুমি চেয়েছিলে জন্মদিনে।’
এর থেকেই পরম-পিয়ার সম্পর্কই অনুপমকে ছিটকে দিলো সংসার জীবন থেকে।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪