ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে প্রেমের সম্পর্কে আলোচিত হয়েছেন অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রা। তাদের সম্পর্ক অনেক আগেই ভেঙ্গে গেছে । এরপর তামিমা তাম্মিকে বিয়ে করেন নাসির। বিয়ের লাইভে এসেছিলেন সুবাহ।
তবে এবার এই ক্রিকেটারকে ভুলে গিয়ো নতুন প্রেমে মজেছেন সুবাহ।
শুক্রবার ফেসবুকে স্ট্যাটাসে সুবাহ তার নতুন প্রেমের খবর জানিয়েছেন । স্ট্যাটাসে তিনি লিখেছেন, হ্যাঁ, আমি প্রেমে পড়েছি। নতুন এবং গভীরভাবে। খুব শিগগিরই আমি তাকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব, ইনশাআল্লাহ।
এরই আগে বৃহস্পতিবার তিনি ফেইসবুক স্ট্যাটাসে লিখেছেন, একজন সুদর্শন পুরুষের চেয়ে একজন যত্নশীল পুরুষ উত্তম!
প্রায় তিন বছর আগেই নাসিরের সঙ্গে প্রেমের সম্পর্কের ভেঙ্গে যায় তবুও এই নাসিরের নাম সামনে এলেই পুরনো সম্পর্কের কথা মনে পরে সুবাহ’র ।
নাসির-সুবাহর সম্পর্ক নিয়ে সমালোচনার শেষ নেই। সেই ঘটনার পর ব্যাপক পরিচিত পান সুবাহ। এা সিনেমায় গান করতে এসে নায়িকা হয়ে গিয়েছেন।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪