দিনাজপুরের সৈয়দপুরে প্রাইভেট কারের ধাক্কায় এক সেনা সদস্য নিহত হয়েছেন। আজ রোববার (১৬ জুলাই) দুপুর সাড়ে ১২ টায় দশমাইল মহাসড়কের চম্পাতলী বাজারের তৈই পাড়া নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন দশমাইল হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান।
নিহত মো. রুহুল আমিন (৪৯) দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ধোপাকল (বাঙালিপুর) নুরুলহুদা গ্রামের জাকির হোসাইনের ছেলে। তিনি সেনাবাহিনীর সদস্য (কর্পোরাল)।
স্থানীয়দের বরাতে ওসি জানান, চম্পাতলী বাজার থেকে নিজ বাড়ি পার্বতীপুরের দিকে যাচ্ছিলেন রুহুল আমিন। দশমাইল মহাসড়কের চম্পাতলী বাজারের তৈই পাড়া নামক স্থানে আসলে বিপরীত দিক থেকে আসা দিনাজপুরগামী প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় প্রাইভেট কারটি দ্রুতগতিতে পালিয়ে যায়।