জম্মু-কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সেনাবাহিনীর দুই জওয়ান আহত হয়েছেন। এ সময় এক জঙ্গিও মারা গেছেন। নিহত জঙ্গির পরিচয় জানা য়ায়নি। শুক্রবার (২৫ ডিসেম্বর) শোপিয়ান জেলার কনিগম গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
কাশ্মীর পুলিশের কাছে বিশেষ একটি সূত্রে খবর আসে, শোপিয়ানের একটি বাড়িতে তিন-চারজন জঙ্গি আশ্রয় নিয়েছে। এমন খবরের ভিত্তিতেই যৌথবাহিনী সেখানে অভিযানে যায়। নিরাপত্তা বাহিনী বাড়িটি চারপাশ থেকে ঘিরে ফেললে জঙ্গিরা ওই বাড়ির ভেতর থেকে গুলি চালাতে শুরু করে। গুলিতেই পালটা জবাব দেয় বাহিনী। দু’পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি চলে।
সরকারি সূত্রে খবর, শুক্রবার দক্ষিণ কাশ্মীরের শোপিয়ানে, ইমামসাহিব বেল্টের কনিগম গ্রামে এ সংঘর্ষ হয়। সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে পুলিশ ছাড়াও সেনার ৪৪ রাষ্ট্রীয় রাইফেল ও সিআরপিএফ যৌথভাবে এ অভিযান চালায়। জঙ্গিদের আত্মসমর্পণের সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু জঙ্গিরা তাতেই সাড়া না দিয়ে পাল্টা গুলি চালায়। এতে দুই সেনা জওয়ান আহত হয়। সংঘর্ষে এক জঙ্গি নিহত হয়। কাশ্মীর পুলিশের এক মুখপাত্র জানান, উত্তর কাশ্মীরের বারামুলার জেলার বনিগম পেইনের ক্রেরি অঞ্চলে তল্লাশি অভিযান চলছিল। বিশেষ সূত্রে জঙ্গিদের উপস্থিতির খবর জানতে পেরে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী।
পুলিশের মুখপাত্রের দাবি, জঙ্গিদের আত্মসমর্পণের সুযোগ দেওয়া হয়েছিল। তারা সেই আবেদনে সাড়া না দিয়ে, নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে। দু’পক্ষের গুলির লড়াইয়ে এক জঙ্গিসহ দুই সেনা আহত হন। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে পুলিশ। উপত্যকার এক পুলিশ কর্তার দাবি, নিহতদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর ওপর হামলাসহ একাধিক অভিযোগ ছিল।