ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোট চলাকালে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের ওপর হামলার ঘটনায় আরও ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয়। এ নিয়ে হিরো আলমের ওপর হামলার ঘটনায় মোট ১৫ জনকে গ্রেফতার করা হলো।
এর আগে গত বুধবার রাতে রাজধানীর কারওয়ান বাজারে অভিযান চালিয়ে হামলায় জড়িত দুই ‘মূল ব্যক্তি’কে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার গ্রেফতার করা হয় সাতজনকে।
পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার মো. শহিদুল্লাহ জানান, সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে হিরো আলমের ওপর হামলার ঘটনায় এই ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। মামলার তদন্তভার শুক্রবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগে (ডিবি) স্থানান্তর করা হবে।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪