আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়েছে তারা নির্বাচনেও ব্যর্থ হবে। যারা আন্দোলনে ব্যর্থ, তারা নির্বাচনেও জয় অর্জন করতে পারবে না, এই দল অবশ্যই জয় করতে পারবে না।
গতকাল শনিবার ( ২২ জুলাই) দুপুরে নিজ নির্বাচনি এলাকা নোয়াখালীর কবিরহাট সরকারি কলেজ প্রাঙ্গণে উপজেলা আওয়ামী লীগের উন্নয়ন, শান্তি ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি ।
বিএনপির মহাসচিবকে নিয়ে উদ্দেশ্য করে কাদের বলেন, নোয়াখালীতে মির্জা ফখরুল এসে বিষোদগার করেছেন, সাঙ্গোপাঙ্গদের মাধ্যমে হুমকি দিয়েছেন। ফখরুল মনে হয় জানেন না যে নোয়াখালীতে একসময় বিএনপির জয়ঘাঁটি থাকলেওে এখন আর বিএনপির জয়ঘাঁটি নেই । এখন আওয়ামী লীগের জয়ঘাঁটি, শেখ হাসিনার জয়ঘাঁটি রয়েছে ।
কাদের বলেন, প্রস্তুত থাকবেন যে যে হাত আগুন নিয়ে আসবে, সে হাত আগুনে পুড়ে যাবে, এবং যে হাত ভাঙচুর করতে আসবে, সেই হাত ভেঙে দেওয়া হবে।
এদিকে বিকালে নোয়াখালী জেলা স্কুল মাঠে জেলা আওয়ামী লীগের উন্নতি এবং শান্তি সমাবেশে উপস্থিত হবেন সেতুমন্ত্রী। তার আগে জেলা পুলিশ লাইনে নবনির্মিত ‘চেতনায় বঙ্গবন্ধু ম্যুরাল’ উদ্বোধন করবেন।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪