সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ। আইরিশরা টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে।প্রথম ম্যাচে বড় ব্যবধানে জয় পেয়েছিল তামিম ইকবালের দল। আর দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে বাংলাদেশ তুলেছিল ৩৪৯ রান। তবে বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়।
তাই তামিমের দলের সামনে আজ আইরিশদের হারিয়ে সিরিজ নিজেদের করে নেওয়ার মিশন।
একাদশে আছেন, তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, ইবাদত হোসেন ও নাসুম আহমেদ।
আমাদের ফেসবুক লিঙ্কঃট্রাস্ট নিউজ ২৪