বাংলাদেশি মডেল সাদিয়া নাজের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাজধানীর ভাটারা এলাকার নিজ বাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিম। ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মডেল সাদিয়া নাজের কাজিন শাওন। তিনি বলেন, ‘আমাদের বাসায় সোমবার দিবাগত রাত পৌনে ৩টায় খবর আসে। আমরা গিয়ে দেখতে পাই, ফ্যানের সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে সাদিয়া। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। পরে হাসপাতালে নিয়ে যায় লাশ।’
এটি আত্মহত্যা কি না? আর আত্মহত্যা করলে, সেটি কেন, তা অনুমান করতে পারছে না পারিবার। শাওন জানান, ‘সেখানে ক্লোজ সার্কিট ক্যামেরা ছিল। ফুটেজ উদ্ধার করলে বিষয়টি পরিষ্কার হতে পারে।’ পুলিশ জানিয়েছে, সাদিয়া নাজের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্টনিউজ২৪