একবার-দুবার নয়, পরপর তিনবার হোঁচট খেলেন। এয়ারফোর্স ওয়ানের সিঁড়িতে গিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এই হোঁচট। হোয়াইট হাউস কর্মকর্তারা এর কারণ হিসেবে বলছেন, প্রবল বাতাসকে কারণে এমনটি হয়েছে।
শুক্রবার মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রু থেকে আটলান্টার উদ্দেশে রওয়ানা হচ্ছিলেন বাইডেন। আর তখন বিমানের সিঁড়িতে এই ঘটনা ঘটে।
এ ঘটনার একটি ভিডিওতে দেখা যাচ্ছে, লাল কার্পেটে মোড়া প্লেনের সিঁড়ি দিয়ে লাফিয়ে লাফিয়ে উঠছিলেন বাইডেন। কিন্তু অর্ধেক পথে গিয়েই প্রথম হোঁচট খান। এরপর কোনোমতে নিজেকে সামলে নিয়ে আরও দুই পা এগোন। এরপর দ্বিতীয় হোঁচট। আবার উঠে দাঁড়াতে গিয়ে রীতিমতো হাঁটুতে ভর করে পড়ে যান। পরে রেলিং ধরে সাবধানে সিঁড়ির বাকি অংশ পাড়ি দেন তিনি।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্টনিউজ২৪