ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে তড়িঘড়ি করেই উড়াল দিয়েছিলেন মোস্তাফিজুর রহমান। দিল্লি ক্যাপিটালস দলের সঙ্গে যুক্তও হয়েছিলেন তিনি। কিন্তু সুবিধা করতে পারেননি ফিজ। নির্বিষ তার বোলিং। নিজেকে হারিয়ে খুঁজছেন এই টাইগার পেসার।
দিল্লির হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমে ৪ ওভারে ৩৮ রান দিয়ে ১ উইকেট নিয়েছিলেন মোস্তাফিজ। এক ওভারে ২ রান দিয়ে নিয়েছিলেন রোহিত শর্মার উইকেটও। আজ শনিবার বিকালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মোস্তাফিজকে নামায় দিল্লি। কিন্তু সুবিধা করতে পারেননি ফিজ। ৩ ওভারে ৪১ রান দিয়ে কোনো উইকেটের দেখা পাননি। ইনিংসের তৃতীয় ওভারেই তার হাতে বল তুলে দেওয়া হয়। ওই ওভারে ফাফ ডু প্লেসিস দুই বাউন্ডারি হাঁকান। ১০ রান দেন প্রথম ওভারে। এরপর দশম ওভারে আবার আসেন ফিজ। এবার কোহলি তার বলে এক চার ও এক ছক্কা এবং মহীপাল লোমর এক ছক্কায় ১৯ রান নেন। এরপর ১৯তম ওভারে দুই চারে ১২ রান দেন তিনি। তাতে ৩ ওভারে ৫টি চার ও ২ ছক্কা হজম করে ১৩.৬৬ গড়ে ৪১ রান দেন।
আমাদের ফেসবুক লিঙ্কঃট্রাস্ট নিউজ ২৪