দিনাজপুর পৌরসভার নির্বাচনে আবারো সৈয়দ জাহাঙ্গীর আলমকে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। সৈয়দ জাহাঙ্গীর আলম দিনাজপুর পৌরসভার পরপর দুইবারের নির্বাচিত মেয়র।
দ্বিতীয় ধাপে ২০২১ সালের ১৬ জানুয়ারী দিনাজপুরসহ দেশের ৬১টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। গত শুক্রবার (১৮ ডিসেম্বর) দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন। পরে সন্ধ্যায় দলের চেয়ারপারসনের মিডিয়া উইং উপদেষ্টা শায়রুল কবির খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। সৈয়দ জাহাঙ্গীর আলম বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ও স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি।
এছাড়া বীরগঞ্জ পৌরসভায় মোঃ মোকাররম হোসেন ও বিরামপুর পৌরসভায় মোঃ হুমায়ন কবিরকে বিএনপির চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য, আগামী ১৬ জানুয়ারী ২০২১ তারিখ দিনাজপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারে দিনাজপুর পৌরসভার ১২টি ওয়ার্ডে মোট ভোটার রয়েছে ১ লাখ ৩০ হাজার ৮৬৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬৩ হাজার ৪৯ ও মহিলা ভোটার ৬৭ হাজার ৮১৫ জন।
আমাদের ফেইসবুক Link: ট্রাস্টনিউজ২৪