দিনাজপুরে গত ২৪ ঘন্টায় নতুন আরো ১৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৪২৬৯ জনে। একই সময়ে নতুন ৯ জনসহ এ পর্যন্ত ৩৯৬৪ জন সুস্থ হয়েছেন। আর এ পর্যন্ত ৯০ জনের মৃত্যু হয়েছে। তবে আক্রান্ত ৪২৬৯ জনের মধ্যে ৩৯৬৪ জন সুস্থ ও ৯০ জনের মৃত্যু হওয়ায় বর্তমানে দিনাজপুর জেলায় করোনায় আক্রান্ত রোগির সংখ্যা রয়েছে ২১৫ জন।
দিনাজপুর সিভিল সার্জন অফিস জানায়, সোমবার (১৪ ডিসেম্বর) দুপুর ১২টা পর্যন্ত আগের ২৪ ঘন্টায় ৮১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১৮ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত রোগির সংখ্যা দাড়িয়েছে ৪২৬৯ জনে। একই সময়ে নতুন ৯ জনসহ এ পর্যন্ত ৩৯৬৪ জন সুস্থ হয়েছেন। আর এ পর্যন্ত জেলায় ৯০ জনের মৃত্যু হয়েছে। নতুন আক্রান্ত ১৮ জনের মধ্যে সদর উপজেলাতেই ১১ জন। এছাড়া বিরলে দুইজন, বীরগঞ্জে একজন, ফুলবাড়ীতে একজন, কাহারোলে দুইজন ও নবাবগঞ্জ উপজেলায় একজন। রবিবার আক্রান্তের হার ছিল ২২ দশমিক ২ শতাংশ।
জেলায় আক্রান্ত ৪২৬৯ জনের মধ্যে সদর উপজেলাতে সবচেয়ে বেশী ২১৭৬ জন। এছাড়া বিরলে ২৬৫ জন, বিরামপুরে ৩১১ জন, বীরগঞ্জে ১৩৮ জন, বোচাগঞ্জে ১২৪ জন, চিরিরবন্দরে ১৯৩ জন, ফুলবাড়ীতে ১৫৬ জন, ঘোড়াঘাটে ৮৫ জন, হাকিমপুরে ৮৪ জন, কাহারোলে ১৪৮ জন, খানসামায় ১১০ জন, নবাবগঞ্জে ১২৩ জন ও পার্বতীপুর উপজেলায় ৩৫৬ জন। সিভিল সার্জন অফিস জানায়, জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৯০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৩৭ জন, বিরলে ৬ জন, বিরামপুরে ৫ জন, বীরগঞ্জে ৪ জন, বোচাগঞ্জে ৩ জন, চিরিরবন্দরে ১০ জন, ফুলবাড়ীতে ৮ জন, হাকিমপুরে একজন, কাহারোলে ৫ জন, খানসামায় ৩ জন, নবাবগঞ্জে দুইজন ও পার্বতীপুর উপজেলায় ৬ জন। জেলার ১৩টি উপজেলার মধ্যে ঘোড়াঘাট উপজেলায় এখন পর্যন্ত কারো মৃত্যু হয়নি।
সিভিল সার্জন অফিস আরো জানায়, গত ২৪ ঘন্টায় ১০২টি নমুনাসহ এ পর্যন্ত ২৭২৬৯টি নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় ৮১টি এ পর্যন্ত ২৬১৭৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর গত ২৪ ঘন্টায় ৬৫ জনসহ এ পর্যন্ত ২৭৮৩০ জনকে কোয়ান্টোইনে নেয়া হয়েছে। গত ২৪ ঘন্টায় ৭০ জনসহ ২৬৭৩৫ জন কোয়ারেন্টাইন হতে ছাড় পেয়েছে। বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন ১৮৭ জন ও ২৮ জন হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানিয়েছে সিভিল সার্জন অফিস।
আমাদের ফেইসবুক Link: ট্রাস্টনিউজ২৪