সুনামগঞ্জের দোয়ারাবাজারে ভাবির সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছে জাহাঙ্গীর আলম নামে এক যুবক। ঘটনাস্থল থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের পারিবার জানায়, সোমবার বিকালে ভাবি রুমেনা আক্তারের সঙ্গে দেবর জাহাঙ্গীরের কথাকাটাকাটি হয়। সেইসময় রুমেনা জাহাঙ্গীরের গায়ে হাত তুলেন। ঘটনা মীমাংসা না হওয়ায় জাহাঙ্গীর অভিমান করে বাড়ি থেকে চলে যান। মঙ্গলবার রাত পর্যন্ত তার ফোন পুরোপুরি বন্ধ ছিলো।
সেদিন নিহতের মা গ্রামে অনেক খোঁজাখুঁজির পর মঙ্গলবার রাত ১২টার দিকে জাহাঙ্গীরের ফোনে রিং শুনতে পান। এ সময় অনেক ডাকাডাকির পর নিজ বাড়ির পুকুরের পশ্চিমপাড়ে আমগাছে গলায় কাপড় পেঁচানো জাহাঙ্গীরের ঝুলন্ত লাশ দেখতে পান পরিবারের লোকজন।
পরিবারের দাবি, ওই যুবক তার ভাবির সঙ্গে অভিমান করেই আত্মহত্যা করেছে।
দোয়ারাবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান খান বলেন, জাহাঙ্গীর আলম ভাবি রুমেনা আক্তারের সঙ্গে অভিমান করেই আত্মহত্যা করেছে বলে তার পরিবারের লোকজন আমাদের জানিয়েছেন।
আমাদের ফেইসবুক লিঙ্ক : ট্রাস্ট নিউজ ২৪