খাদ্য দ্রব্যে ভেজাল রোধ নিশ্চিত করণের লক্ষ্যে বিএসটিআই’র নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে অদ্য ১৯ তারিখে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর-এর উদ্যোগে দিনাজপুর জেলার পর্বতীপুর উপজেলার বিভিন্ন এলাকায় উপজেলা প্রশাসনের সহায়তায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযান পরিচালনাকালে পণ্যের গুনগত মান সনদ না থাকায় “বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন আইন, ২০১৮” এর সংশ্লিষ্ট ধারায় মেসার্স মজনু ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী, নতুন বাজার, রিফিউজি মার্কেট, পার্বতীপুর, দিনাজপুর (পণ্য: বিস্কুট) প্রতিষ্ঠানকে ১০,০০০/- জরিমানা করে মামলাটি নিষ্পত্তি করা হয়। উক্ত অভিযান পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব এইচ.এম খোদাদাদ হোসেন, সহকারি কমিশনার (ভূমি), পার্বতীপুর, দিনাজপুর।
আদালতকে সহায়তা করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর-এর ফিল্ড অফিসার জনাব প্রকৌ: মেসবাহ-উল-হাসান ও পরিদর্শক (মেট) জনাব প্রকৌ: মিঠুন কবিরাজ। উপজেলা প্রশাসন ও উপজেলা পুলিশের সহায়তায় বিএসটিআই’র এরূপ মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্টনিউজ২৪