শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বাস এবং অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়ে ৩ জন নিহত হয়েছেন ।
শুক্রবার মধ্যরাতে ঝিনাইগাতি উপজেলার কদমতলী বাজারে বাস এবং অটোরিকশার সংঘর্ষে অটো রিকশাযাত্রী রবিউল ইসলাম (৪০) ও একই ইউনিয়নের বন্ধুপাড়া গ্রামের অটোচালক সাইদুল ইসলাম (৩০) মারা যায়।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া জানান, দুর্ঘটনাকবলিত বাস শনাক্ত করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।