নাটোরের বড়াইগ্রামে গ্যাসের সিলিন্ডারবাহী একটি ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে কমপক্ষে ১০ জন । শনিবার মধ্যরাতে নাটোর-ঢাকা মহাসড়কের খেজুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম-ঠিকানা পাওয়া যায়নি।
বনপাড়া ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের তথ্যানুসার, রাত দেড়টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে যাত্রা করছিল শ্যামলী পরিবহণ (ঢাকা মেট্রো-ব-১৩-২২৮২) উপজেলার খেজুরতলা এলাকায় একটি ট্রাককে ওভারটেক করছিল। সেই সময় বিপরীত দিক থেকে আসা অন্য একটি গ্যাসের সিলিন্ডারবাহী ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয় । ঘটনাস্থলে দুজন মানুষের প্রাণহানি হয় এবং ১০ জন আহত হয় ।
নিহতদের পরিচয় অজ্ঞাত, তবে মনে করা হচ্ছে শ্যামলী পরিবহনের সুপারভাইজার এবং চালকের সহকারী হতে পারেন।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে নাটোর, বনপাড়া ও আহমেদপুরের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করেছেন। এই সময় ঝলমলিয়া হাইওয়ে ফাঁড়িতে উদ্ধার করা হয়েছে লাশ ও দুর্ঘটনাকবলিত বাস এবং ট্রাক।
ঝলমলিয়া হাইওয়ে থানার এএসআই আরিফুল ইসলাম বলেছেন, এই দুর্ঘটনায় নিহতদের পরিচয় এখনো খুঁজে পাওয়া যায়নি । তবে শ্যামলী পরিবহণের চাঁপাইনবাবগঞ্জ কাউন্টারের সহযোগিতায় নিহতদের পরিচয় সনাক্ত করতে চেষ্টা চলছে।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪