রাজধানীর মিরপুরের কালশী এলাকায় বসুমতি পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার সাথে সরাসরি জড়িত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল সোমবার মিরপুর এলাকা গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব জানায়, গত ১৮ নভেম্বর রাতে গ্রেপ্তারকৃতরা মিরপুর কালশী সড়কে ‘বসুমতি পরিবহনের’ একটি বাসে আগুন দেয়। এরপর তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
বিভিন্ন সময়ে দুষ্কৃতিকারী ও সন্ত্রাসী দল কর্তৃক এ সকল অগ্নিসংযোগ, নাশকতা ও সহিংসতার সিসিটিভি ফুটেজ ও ভিডিও ফুটেজ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়।র্যাব এ সকল অগ্নিসংযোগ, নাশকতা ও সহিংসতার সাথে জড়িতদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায়, আল মোহাম্মদ চাঁন, মো. সাগর , মহিউদ্দিন, আল আমিন ওরফে রুবেল ও খোরশেদ আলমকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা র্যাবকে জানায়, তারা স্থানীয় শীর্ষ নেতাদের নির্দেশনায় মিরপুর ও পল্লবীর আশপাশের এলাকায় বাসে অগ্নিসংযোগ করার পরিকল্পনা করে।
এরপর বাসে আগুন দেয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪