নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মিনিবাসে অগ্নিকাণ্ডের ঘটনায় বিএনপির ৯৩ জন নেতাকর্মীকে এজাহারনামীয় আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।
মামলার বিষয়টি মঙ্গলবার দুপুরে নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি গােলাম মোস্তফা। এর আগে সোমবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রিন্টু কুমার বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।
মামলায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিনকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়াও জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন খান, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন সিকদারসহ বিএনপির ৯৩ জন নেতাকর্মীকে আসামি করা হয়।
মামলায় উল্লেখ করা হয়, গত ১২ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ২নং ঢাকেশ্বরী গোদনাইল বাসস্ট্যান্ড এলাকায় নাশকতার উদ্দেশ্যে একটি মিনিবাসে আগুন ধরিয়ে দেওয়া হয়।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক জানান, বাস পুড়ানোর ঘটনায় থানায় একটি নাশকতা মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
আমাদের ফেইসবুক লিংক :