দিনাজপুরের খানসামায় গাঁজার গাছসহ গাঁজা চাষী ও ব্যবসায়ী মাহমুদুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে খানসামা উপজেলার আলোকঝাড়ি ইউনিয়নের আমতলীবাজার এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
ধৃত মাহমুদুল ইসলাম (৩৩) খানসামা উপজেলার আলোকঝাড়ি ইউপির আমতলীবাজার খানসামার আলোকঝাড়ি ইউপির আমতলীবাজার গ্রামের আমতলীবাজার এলাকার মো. উজির আলীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সূত্রের ভিত্তিতে খানসামা থানার ওসি চিত্তরঞ্জন রায়ের নেতৃত্বে এস আই তছিরসহ সঙ্গীয় ফোর্স আমতলীবাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় গাঁজা বিক্রিকালে মাহমুদুল ইসলামকে আটক করে এবং তার নিকট থেকে ১ কেজি ৫৪৫ গ্রাম গাঁজাগাছ উদ্ধার করেন।
খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) চিত্তরঞ্জন রায় বলেন, মাহমুদুল ইসলাম দীর্ঘদিন ধরে অবৈধভাবে নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা নিজের বাড়ির পাশে আড়ালে পটলক্ষেতের মধ্যে চাষ এবং বিক্রি করে আসছেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪