বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে দিনাজপুরে বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
গতকাল সোমবার বিকেল ৩টায় দিনাজপুরে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ও দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য্য সাবেক এমপি আখতারুজ্জামান মিঞা, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মোকাররম হোসেন, সহ-সভাপতি মো. খালেকুজ্জামান বাবু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক ও দিনাজপুর কাউন্সিলর শাহিন সুলতানা বিউটি, জেলা যুবদল সভাপতি আব্দুল মোন্নাফ মুকুল প্রমুখ।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪