
নড়াইলে ৭ দিন পর শিশু ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৭ এপ্রিল) নড়াইল লোহাগড়া থানার পরিদর্শক মাহমুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গত ১ এপ্রিল লোহাগড়া উপজেলায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণ করে প্রতিবেশী এক বৃদ্ধ। ঘটনা জানাজানি হলে মীমাংসার নামে ধামাচাপা দেয়ার চেষ্টা করে স্থানীয় প্রভাবশালীরা। একপর্যায়ে শিশুটি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয়।
খবর পেয়ে পুলিশের হস্তক্ষেপে থানায় মামলা করে শিশুটির পরিবার। তাৎক্ষণিক অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় অভিযুক্ত বৃদ্ধ হান্নান মোল্লাকে।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্টনিউজ২৪