চাঁদপুরের হাজীগঞ্জে দুটি বাসের প্রতিযোগিতার সময় একটি বাসোর ধাক্কায় মোটরসাইকেলের ৩ জন আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার বেলা সোয়া ১টার দিকে চাঁদপুর-কুমিল্লা সড়কের উপজেলার বলাখাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— সুজন (৩০), মনির (৩৫) ও সোহাগ (৩৫)।
স্থানীয়রা বাসিন্দারা জানান, নিহতরা মোটরসাইকেলে করে চাঁদপুর শহরের এলাকায় ঘুরতে এসেছিলেন। এ সময় রিল্যাক্স ও বোগদাদ বাসের চালক প্রতিযোগিতা করছিলেন। রিল্যাক্সের চালক ওভারটেক করার জন্য বারবার চেষ্টা করছিলেন। কিন্তু তাকে সাইড দিচ্ছিলেন না বোগদাদের চালক। দুই চালকের প্রতিযোগিতার সময় বোগদাদ বাসটি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সবাই চান্দিনা উপজেলার বেলাশ্বর গ্রামের বাসিন্দা।
জানা গেছে, দুটি মোটরসাইকেলে করে মোট ছয়জন ঘুরতে এসেছিলেন। অন্য মোটরসাইকেলের তিন আরোহী বেঁচে গেছেন ।
হাজীগঞ্জ থানার ওসি হারুনুর রশীদ যুগান্তরকে জানান, দুর্ঘটার পর লাশ উদ্ধার করা হয়েছে। বোগদাদ বাস ও চালককে আটক করা হয়েছে।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪