
বিয়ের পিঁড়িতে ক্রিকেটার সাইফুদ্দিন
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন বিয়ে করেছন । বৃহস্পতিবার দুপুরে ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন তিনি।
সাইফুদ্দিনের পরিবার সূত্রে জানা যায়, সাইফুদ্দিন গাঁটছড়া বেঁধেছেন তার পরিবারের সদস্যদের পছন্দের পাত্রী কাজী ফাতেমা তুজ জারার সঙ্গে। কনে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অনার্স ভর্তির জন্য আবেদন করেছেন।
কনে কাজী ফাতেমা তুজ জারার সাথে ফেসবুকে ছবি আপলোড করে দোয়া চেয়েছেন সাইফউদ্দিন।
২০২১ সালের জুনে সবশেষ ওয়ানডে খেলেছিলেন সাইফউদ্দিন। ইনজুরি থেকে ফিরে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে খেলেছিলেন তিনি। তবে পূর্ণ ফিট না থাকায় বিশ্বকাপ দলে ছিলেন না।