ময়মনসিংহের সদর উপজেলার কান্দাপাড়া গ্রামে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ আগস্ট) বেলা ১১টার দিকে নিজ ঘর থেকে ওই দম্পতির মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন মো. আব্দুল হামিদ (৫০) ও তার স্ত্রী মোসাম্মৎ আয়েশা (৪৫)। তারা ওই গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল থেকেই আব্দুল হামিদ ও তার স্ত্রীকে তাদের বাড়িতে দেখা যায়নি। পরে দুপুরে তাদের ঘরে ঢুকে তাদের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বামী-স্ত্রীকে হত্যা করা হয়েছে। তবে হত্যার কারণ এখনও জানা যায়নি। এ ব্যাপারে তদন্ত চলছে।