মিয়ানমারে সেনা অভ্যুত্থান ইস্যু নিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন দেশের প্রতিনিধিদের নিয়ে মঙ্গলবার সকালে নিউ ইয়র্কে জাতিসংঘের কার্যালয়ে জরুরি অধিবেশন বসে। আড়াইঘন্টা স্থায়ী এই বৈঠকটিতে মিয়ানমারে সেনা অভ্যুত্থান নিয়ে জরুরি বৈঠক ডাকলেও দেশটির বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়ার বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কেউ এখন পর্যন্ত ঐক্যমতে পৌঁছাতে পারেনি।
অন্যদিকে, চীন ও রাশিয়া এখনই মিয়ানমারের বিষয়ে কোন সিদ্ধান্ত না নিয়ে আরও সময় চেয়ে একমত পোষণ করেছে। এএফপির তথ্যমতে জানা যায়, যুক্তরাজ্য মিয়ানমারের আটক নেতাদের মুক্তি দেয়ার আহবান এবং সেনাবাহিনীকে অবিলম্বে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে প্রস্তাব প্রণয়ন করেছে। এক বছরের জরুরি অবস্থা তুলে নেওয়ার আহবান জানানো হবে প্রস্তাবে। কিন্তু উল্লেখ্য খসড়াতে মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা আরোপের কোন প্রস্তাব নেই।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্টনিউজ২৪