নাইকা দীঘির সামনে এইচএসসি পরীক্ষা, তাই তিনি বিরতি নিয়েছেন শুটিং থেকে। এখন মনোযোগ দিয়েছেন পড়াশোনায়।
কিন্তু নায়িকার জীবনে সেটা হচ্ছে কই? পরীক্ষার ১১ দিন আগে র্যাম্পে হাঁটতে হচ্ছে দীঘিকে।
দীঘি জানিয়েছেন, ‘২১ তারিখ রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ফ্যাশন শোতে অংশ নিতে হয়েছে। আর এবারই আমি প্রথম র্যাম্পে হাঁটবো।’
আর পরীক্ষার প্রস্তুতি বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের তো সিলেবাস ছোট করে দেওয়া হয়েছে। সে কারণে পড়ার চাপ আর আগের মতো নেই। তবে শুটিং বন্ধ রেখেছি; সেভাবে প্রস্তুতি নিচ্ছি।’
প্রার্থনা ফারদিন দীঘি ছোটবেলায় বাবার কাছে ময়না পাখির নাম ধরে ডাকার সংলাপ বলে দেশজুড়ে সাড়া ফেলেছিলেন। সেই সাড়া এতটাই ছিল যে নিজের প্রথম ‘কাবুলিওয়ালা’ সিনেমায় অভিনয় করে দীঘি জিতে নিয়েছিলেন শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সময়টা ২০০৬ সাল।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪