প্রেম করে বিয়ে করেছিলেন অভিনেত্রী স্নেহা ও অভিনেতা অনিকেত । বিয়ের দু’বছর কাটতে না কাটতেই হিংসা ও মানসিক অত্যাচারের শিকার হলেন মারাঠি সিনেমার অভিনেত্রী স্নেহা চভন। সম্প্রতি স্বামী অভিনেতা অনিকেত বিশ্বাসরাওয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ করলেন স্নেহা।
অভিনেত্রী স্নেহার অভিযোগ, তাকে শ্বাসরোধ করার হত্যার চেষ্টা করেছেন অনিকেত। এছাড়াও নানা কারণে মারধরও করেন তার স্বামী।
অভিনেত্রী স্নেহা জানান, তার পেশাদার জীবন ক্ষতিগ্রস্ত হয়েছে স্বামী অনিকেতের জন্যই। শুধু তাই নয়, স্নেহার অভিযোগ, তার অনুরাগীর সংখ্যা বাড়লেই নিরাপত্তাহীনতায় ভুগতেন অনিকেত। হিংসে করতেন স্নেহার উন্নতিতে।
এমনকী স্নেহা ভাল ছবির অফার পেলে তাতে বাধাও দিতেন অনিকেত।
স্নেহা আরও অভিযোগ করেন, শুধু স্বামী অনিকেতই নয়। তার শ্বশুর ও শাশুড়িও অনিকেতকে প্ররোচনা দিতেন। স্নেহাকে মারধর করতে উৎসাহিত করতেন।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪