মোঃ নুর ইসলাম,দিনাজপুর ॥ দিনাজপুরের পাটোয়ারী বিজনেস হাউজ প্রাঃ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক শহিদুর রহমান পাটোয়ারী মোহন এর প্রতিদিন শহরের বিভিন্ন এলাকার হাট-বাজার এবং জনবহুল এলাকায় প্রায় সহস্রাধিক রোজাদারদের মাধে ইফতার ও সেহেরী সামগ্রী পৌঁছে দিচ্ছেন কয়েকটি সেচ্ছাসেবীর দল এবং প্রতিষ্ঠানের শ্রমিকেরা।
তার প্রতিষ্ঠানে প্রায় ৬ শতাধিক জনের সেহেরী রান্না করা হয়, সেখানে প্রতিষ্ঠানের শ্রমিক এবং পথচারিদের জন্য এই সেহেরী খাওয়ার ব্যবস্থা করেছেন।
প্রতিদিন প্রতিষ্ঠানের নিজস্ব ১০/১২ নারী পুরুষ কর্মচারীর সমন্বয়ে ইফতার সামগ্রী প্রস্তুত হওয়ার পর সেই সকল কর্মচারীরা প্রতিষ্ঠানে বসেই বুট বুনদিয়া, জিলাপি, আলুর চপ, বেগুনি চপ, মরিচের চপ, মুড়ি, খেজুর প্যাকেটজাত করে।
এরপর প্যাকেটজাত ইফতার সামগ্রী স্বেচ্ছাসেবক ও প্রতিষ্ঠানের নিজস্ব কর্মীদের দ্বারা শহরের বিভিন্ন পয়েন্টে গিয়ে রোজাদার অসহায় দরিদ্র , দিনমজুর , রিক্সাওয়ালা, অটোরিকশাওয়ালা , ভ্যানওয়াালা, সবজি বিক্রিতা দের হাতে হাতে পৌঁছে দেওয়া হয়।
পাটোয়ারী বিজনেস হাউজ প্রাঃ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক শহিদুর রহমান পাটোয়ারী বলেন, আমাদের কোম্পানির কর্মকর্তা কর্মচারী পাশাপাশি প্রায় আরো পাঁচ শতাধিক রোজাদার ব্যক্তি দের মাঝে এই রমজান মাসে ইফতার ও সেহেরীর ব্যবস্থা করা হয় । গত প্রায় ২৫ বছর আগ থেকেই কার্যক্রম চলে আসছে। তিনি আরও বলেন যে, এই ধরনের সেবা মূলক কার্যক্রম আমার পিতা মরহুম আবুল হোসেন পাটোয়ারি শুরু করেছিলেন তাঁর এই মহতি উদ্যোগ আমরা ধরে রাখবো।