দিনাজপুর পৌরসভা মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম পৌর-সভার অধীন ফরিদপুর গোরস্থানের ভিতরে মুসল্লিদের চলাচলের জন্য সিসি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে ফরিদপুর গোরস্থানের ভিতরে মুসল্লিদের চলাচলের জন্য সিসি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম।
এ সময় দিনাজপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর মুরাদ আহম্মেদ, পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ ময়েজ উদ্দীন, ফরিদ গোরস্থান উন্নয়ন ও নির্মাণ কমিটির আহবায়ক মীর মোস্তাফিজুর রহমান দুলাল, গোরস্থান অফিস সহকারী আহসানুল হামিদ হিরু সহ অন্যান্য অতিথি ও পৌরসভার সংশ্লিষ্ট শাখার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এডিপি’র অর্থায়নে পৌর এলাকার বিভিন্ন রাস্তা-ঘাট সংস্কারের অংশ হিসেবে ফরিদপুর গোরস্থানের সীমানা প্রাচীর ও ভিতরে বিভিন্ন অংশে সিসি রাস্তা নির্মাণ করা হবে। ইতোমধ্যে সীমানা প্রাচীরের নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে।