বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দিনাজপুর পৌর শাখার ৩১ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটির নাম ঘোষণা করা হয়েছে। কমিটিতে একজন আহবায়ক, ৯ জন যুগ্ম আহবায়ক, একজন সদস্য সচিব ও ২০ জনকে সদস্য করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) শন্ধ্যায় জেল রোডস্থ দলীয় কার্যালয়ে দিনাজপুর জেলা যুবদলের সভাপতি আব্দুল মোন্নাফ মুকুল’র সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও দিনাজপুর পৌরসভার কাউন্সিলর একেএম মাসদুদুল ইসলাম মাসুদ, সাংগঠনিক সম্পাদক মকসেদুল ইসলাম টুটুল, সহ- কোষাধ্যক্ষ বাদশা ফয়সাল, সহ-ক্রীড়া সম্পাদক মোঃ নুর আলম সোহেলসহ জেলা যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় আলোচনা শেষে দিনাজপুর পৌর যুবদলের ৩১ সদস্যবিশিষ্ট কমিটির নাম ঘোষণা করা হয়। পরে জেলা যুবদলের সভাপতি আব্দুল মোন্নাফ মুকুল ও সাধারণ সম্পাদক দিনাজপুর পৌরসভার কাউন্সিলর একেএম মাসদুদুল ইসলাম মাসুদ ৩১ সদস্যবিশিষ্ট কমিটির নামের তালিকা আহবায়ক কমিটির নেতৃবৃন্দের হাতে হস্তান্তর করেন।
আহবায়ক কমিটি নিম্নরুপ-আহবায়ক মোঃ রবিউল আলম শামীম, যুগ্ম আহবায়ক মোঃ সহিদুল ইসলাম সাজু, মোঃ ওয়াহেদ সাদিদ তুহিন, মোঃ কবির আলী সঞ্জু, মোঃ শামীম ইকবাল, মোঃ হাসান এ নবাব, মোঃ সাজ্জাদ হোসেন ঘুমন, মোঃ সহিদ আহম্মেদ খান, শীব ভৌমিক, এ্যাড. ইকবাল হোসেন, সদস্য সচিব মোঃ শাহনেওয়াজ হোসেন মিন্টু, সদস্য মোঃ মেহেদী আলম পাপ্পু, মোঃ রেজাউল্লাহ আরশ রুমু, মোঃ আতিকুল ইসলাম, মোঃ সামিউল ইসলাম সুমন, মোঃ কামরুজ্জামান তালুকদার মাসুম, মোঃ নাজমুল হক, মোঃ মেহেবুব খান মাসুম, মোঃ মাহমুদুল হাসান রাজু, মোঃ আবু সাঈদ, মোঃ রাজু আহম্মেদ, মোঃ আজিনুর রহমান লিটু, মোঃ সেলিম রেজা, মোঃ স্বপন হোসেন, মোঃ আল নাঈম আকাশ, মোঃ আমিনুল ইসলাম রুবেল, মোঃ মেহের হোসেন জিতু, মোঃ নাজু ইসলাম, মোঃ রবিউল আউয়াল, মোঃ লুৎফর রহমান সুজন ও মোঃ সুমন।