দিনাজপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মোঃ রবিউল ইসলাম সোহাগ বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। দিনাজপুর শহর ও সদর উপজেলা আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মোঃ রবিউল ইসলাম সোহাগ চশমা প্রতিকে ৫২ হাজার ৪২২ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী উত্তম কুমার রায় টিউবওয়েল প্রতিকে পেয়েছেন ১৫ হাজার ১৬৯ ভোট। এছাড়া জেলা আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মোঃ ফয়সল ইবনে আজিজ চঞ্চল উড়োজাহাজ প্রতিকে পেয়েছেন ১২ হাজার ৮৫২ ভোট। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টার থেকে বিকাল ৫টা পর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে দিনাজপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদের উপ-নির্বাচনে ভোটগ্রহণ করা হবে। ভোটগ্রহণের পর গণনা শেষে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার। ও জেলা নির্বাচন কর্মকর্তা শাহিনুর রহমান প্রামাণিক।
দিনাজপুর সদর উপজেলা পরিষদের উপ-নির্বাচনে ১২৮টি কেন্দ্রে তিন লাখ ৬৪ হাজার ৫০৩ জন ভোটারের মধ্যে ৮০ হাজার ৪৪৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এ দিকে এ উপ-নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনে প্রতিটি কেন্দ্রে পুলিশ, আনসারের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে ছয় প্লাটুন র্যাব এবং চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। এছাড়া ১৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের অধীনে ভ্রাম্যমাণ টিম সারাক্ষন মাঠে দায়িত্ব পালন করে।
উল্লেখ্য, গত ২৯ আগস্ট সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কিশোর কুমার রায় মৃত্যুবরণ করেন। পরে নির্বাচন কমিশন পদটি শূন্য ঘোষণা করে এবং ১৪ সেপ্টেম্বর উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুযায়ী ২০ অক্টোবর নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।