করোনা সংকটে তথ্য প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হলে শহর থেকে প্রত্যন্ত গ্রামাঞ্চলে ইন্টারনেট সেবার মান বৃদ্ধি করতে হবে। মোবাইল অপারেটরদের সাবসিটি দিয়ে ছাত্র-ছাত্রীদের ফ্রি নেট ব্যবহার করার সুযোগ সৃষ্টি করার পাশাপাশি শিক্ষার্থীদের সহজ উপায়ে ল্যাপটপ সরবরাহ নিশ্চিত করতে হবে। যেসব ইন্টারনেট সেবা প্রদানকারী সংস্থা আছে তাদের জবাবদিহীতার আওতায় এনে সেবার মান বাড়িয়ে ইন্টারনেটের মূল্য সহজ লভ্য করতে হবে।
১১ আগষ্ট মঙ্গলবার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয় মিলনায়তনে দিনাজপুর আইসিটি ক্লাব আয়োজিত করোনা সংকটে তথ্য প্রযুক্তির ব্যবহার শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। আইডিইবি, আইসিটি ক্লাব দিনাজপুর এর সভাপতি মো. শহিদুল ইসলাম-এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন দিনাজপুর পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. আব্দুল ওয়াদুদ মন্ডল, ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ দিনাজপুর জেলা শাখার সভাপতি মো. মতিউর রহমান, সাধারণ সম্পাদক মো. আব্দুল আউয়াল। আলোচনা অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দিনাজপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. রাহিনুর সিদ্দিকী।
করোনা সংকটে তথ্য প্রযুক্তির ব্যবহার শীর্ষক আলোচনা সভায় বক্তারা আরও বলেন, প্রযুক্তিগত দক্ষতার উপর নির্ভর করে বিশ্বের অনেক দেশ করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করছে। পক্ষান্তরে আমরা যারা অদৃশ্য এই শক্তির বিরুদ্ধে লড়াই করছি তারা এখনো প্রযুক্তিতেই সীমিত হয়ে আছি। বিশ্বের অনেক দেশ যে ধরনের প্রযুক্তিকে দৈনন্দিন জীবনের অংশ বানিয়ে ফেলেছে আমরা সেই পথে তেমনভাবে অগ্রসর হতে পারছি না। প্রযুক্তিতে অগ্রসর হতে হলে অবশ্যই শহর ও প্রত্যন্ত গ্রামাঞ্চলের ইন্টারনেট সেবার মান বৃদ্ধি করে সহজলভ্য করতে হবে। এ ব্যাপারে ইন্টারনেট সেবাদানকারী সংস্থাদের কোন নড়াচড়া নেই। সংগত কারণেই আমাদের দেশে করোনা ভাইরাস বা শিক্ষা ও স্বাস্থ্য খাতে প্রযুক্তি ব্যবহারের তেমন কোন সক্ষমতা প্রদর্শন করতে পারছি না। এ থেকে শিক্ষা নিয়ে সামনের দিন সম্পর্কে সচেতন হতে হলে ইন্টারনেট সহজলভ্য করে প্রযুক্তির সঠিক ব্যবহারের কোন বিকল্প নেই।
দিনাজপুর আইসিটি ক্লাবের উপদেষ্টা মো. মুকিত হায়দার সিপনের সঞ্চালনায় আলোচনায় অন্যান্যদের মধ্যে অংশগ্রহণ করেন আইসিটি ক্লাবের সহ-সভাপতি মো. মোতাহার আলী প্রশিক্ষক মো. মাসুদ পারভেজ বাধন, ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ দিনাজপুর জেলা শাখার অর্থ সম্পাদক জি এন ভট্টাচার্য্য, রাফু সফট্ এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রাফায়েত হোসেন রাফু, আইটি ভিলিনার সিইও মো. আল মাসুদ, জিও ফাইন্যান্স এর রিজিওনাল ম্যানেজার শামীম আহমেদ শাহ্, আলোর পথে জাগো দিনাজপুর এর সভাপতি মো. মোসাদ্দেক হোসেন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই অংশগ্রহণকারীদের সম্মাননা ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়।