অলিউর রহমান মেরাজঃ আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২০ উপলক্ষে দিনাজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার) মহোদয় অদ্য ১০ অক্টোবর,২০২০ খ্রি. এ জেলা ও উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ ও ধর্ম-বর্ণ নির্বিশেষে এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গের সহিত মতবিনিময় সভার আয়োজন করেন। উক্ত মতবিনিময় সভায় পুলিশ সুপার মহোদয় জেলার সকল পূজা মণ্ডপের নিরাপত্তা বিধান, আইন-শৃঙ্খলা রক্ষাসহ সার্বিক বিষয়ে বিভিন্ন ধরনের দিক- নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
একই সাথে তিনি শারদীয় দূর্গাপূজাকে কেন্দ্র করে জেলা পুলিশ কর্তৃক গৃহীতব্য বিভিন্ন নিরাপত্তামূলক কার্যক্রম সম্পর্কে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দদের ওয়াকিবহাল করেন।
।