রংপুর মেট্রোপলিটন পুলিশের ডিবি বিভাগ বৃহস্পতিবার রাত ১১টায় হারাগাছ চিলমন পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে পাঁচশ’ ভারতীয় মাদক টাপেন্টাডলসহ মাদক কারবারি বাদশা আলমকে (২৩) গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে হারাগাছ থানায় একটি মামলা করা হয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের ডিবি উপ-পুলিশ কমিশনার (ডিবি) কাজী মুত্তাকি ইবনু মিনান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেট্রোপলিটন পুলিশের সদস্যরা বাদশা আলমের বসতবাড়িতে অভিযান চালিয়ে টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে। বাদশা আলম ভারত থেকে এ মাদক সংগ্রহ করে নিজ বাড়িতে মজুদ রেখে বিক্রি করে আসছিল। এ মাদক কারবারের সাথে জড়িত সিন্ডিকেটকে গ্রেফতারে অভিযান অব্যহত রাখার কথা জানিয়েছে পুলিশ।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) কফিল উদ্দিন, পুলিশ পরিদর্শক মশিউর রহমানসহ অন্যরা।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪