
ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও প্রতিবেশী সিরিয়ায় বেড়েই চলেছে লাশের সারি। রিপোর্ট লেখা পর্যন্ত দুই দেশে ভূমিকম্পে মৃতের সংখ্যা ৮ হাজার ৭০০ জনে দাঁড়িয়েছে।এর মধ্যে শুধু তুরস্কে নিহত হয়েছে ছয় হাজার ২৩৪ জন।
অন্যদিকে, সিরিয়ার নিহত হয়েছে দুই হাজার ৫৩০ জন। দেশটিতে আহত হয়েছে চার হাজার ৬৫৪ জন।
উদ্ধার অভিযান যত এগিয়ে যাচ্ছে মৃত্যুর সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে ততই সামনে আসছে করুণ কাহিনী।
এমনই একটি ঘটনার সাক্ষী থাকল সিরিয়ার আলেপ্পো শহরও, সেখানে ধ্বংসস্তূপের নিচেই জন্ম হয়েছে এক শিশুর।
জানা গেছে, জন্মের পরপরই শিশুটিকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন শিশুটির শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
এদিকে জন্মের পরপরই শিশুটির মা মারা গেছেন। বাবাও বেঁচে নেই। মারা গেছে তার অন্য ভাই-বোনেরাও।
তালহা সিএইচ নামের একটি টুইটার অ্যাকাউন্ট থেকে ওই নবজাতককে উদ্ধারের ভিডিওটি প্রকাশ করা হয়। সেখানে দেখা যায়, ধুলোয় ঢাকা এক উদ্ধারকারী একটি শিশুকে হাতে নিয়ে দৌড় দিচ্ছেন। ওই সময় শিশুটির শরীরে কোনও পোশাক ছিল না। তাকে ঢাকার জন্য অপর এক উদ্ধারকারী একটি চাদর ছুড়ে দেন।