রংপুরে অনৈতিক কার্যকলাপ বন্ধে নগরীর চিকলি বিলে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে সিটি করপোরেশন।গতকাল বুধবার এ অভিযান পরিচালনা করেন সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা।
চিকলি বিলের পাশে অবৈধভাবে গড়ে তোলা পাকা-আধাপাকা কয়েকটি স্থাপনা গড়ে ওঠে। সেখানে বিনোদন কেন্দ্রের নামে অনৈতিক কার্যকলাপ চলছিল। এমন অভিযোগ পেয়ে সেখানে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ ও দোকান অপসারণ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা বলেন, অবৈধ দখল উচ্ছেদ ঠেকাতে যে অভিযান শুরু করেছে, তা অব্যাহত থাকবে।
সেই অভিযানে অনৈতিক কার্যকলাপ লিপ্ত একটি ছেলে ও মেয়েকে আটক করে । পরে তারা জানায় জানায় সেখানে তারা জীব বিজ্ঞানের ক্লাস করছে।
উচ্ছেদ অভিযানে সিটি করপোরেশনের অন্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।