
রাশিয়ার ক্রিসনোদার অঞ্চলের সঙ্গে ক্রিমিয়ান উপদ্বীপকে সংযুক্তকারী একটি রাশিয়ান নির্মিত ব্রিজে বিস্ফোরণের ঘটনায় ২ জন নিহত ও একজন শিশু আহত হয়েছে। আজ সোমবার মস্কো-স্থাপিত কর্মকর্তারা এই ঘোষণা দেন।
বিস্ফোরণের পর সেতুটিতে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় বেলগোরোড অঞ্চলের গভর্নর ভ্যাচেস্লাভ গ্ল্যাডকভ বলেছেন, সেতুতে হতাহতদের মধ্যে এক দম্পতি এবং তাদের মেয়েও রয়েছে।
গ্লাডকভ টেলিগ্রাম মেসেজিং অ্যাপে বলেন, ‘আমরা সবাই ইন্টারনেটে একটি ভিডিওতে বেলগোরোড নম্বরসহ একটি ক্ষতিগ্রস্ত গাড়ি দেখেছি। এই মুহুর্তে জানা গেছে: একটি মেয়ে আহত হয়েছে।’
তিনি আরও বলেন, ‘সবচেয়ে দুঃখের বিষয় হলো তার বাবা-মা মারা গেছেন।’
এই বিস্ফোরণের বিষয়ে রাশিয়ার কোনো মন্তব্য পাওয়া যায়নি। এই উপদ্বীপটি রাশিয়া ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে আত্মসাৎ করেন।