
কু-প্রস্তাব দেওয়ায় বাবাকে গলা কেটে ‘হত্যা’
কু-প্রস্তাব দেওয়ায় চুয়াডাঙ্গার জীবননগরে শনিবার ( ২৬ আগস্ট) সকালে বাবাকে গলা কেটে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে মেয়ের বিরুদ্ধে। নিহত মতিয়ার রহমান মতি (৫৫) উপজেলার কাশিপুর গ্রামের গোলাম হোসেনের ছেলে।
অভিযুক্ত মেয়ে ময়না (২২)একই উপজেলার কাশিপুর গ্রামের সুমন হোসেনের স্ত্রী। এছাড়া কথিক অভিযুক্ত নিহতের স্ত্রী তাসলি খাতুন (৫০)।
হত্যার ঘটনা স্বীকার করে অভিযুক্ত ময়না বলেন, শুক্রবার রাত ১১টার দিকে আমি আমার রুমে শুয়ে ছিলাম। রাত ১১টার দিকে আমার বাবা আমার কাছে আসে এবং আমাকে কু- প্রস্তাব দেয় এতে আমি বিব্রত হওয়াসহ বাবাকে ধমক দিই। আর এতে আমার বাবা আমার মাকে যেন কিছু না বলি এই প্রতিশ্রুতিতে তার নিজ কক্ষে চলে যায়। এরপর সকাল ৭টার দিকে আমার বাবা নিজ ঘরে ঘুমাচ্ছিলেন। কিন্তু আমি কিছুতেই রাতের ঘটনা মেনে নিতে পারছিলাম না। পরবর্তীতে ঘরে থাকা ছুরি দিয়ে ঘুমন্ত অবস্থায় আমার বাবার গলা কেটে দিই এবং শরীরের বিভিন্ন অংশে ক্ষতবিক্ষত করি। তখন আমার মা আমার সঙ্গেই ছিলেন। আর এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
নিহত মতির তার বড় ছেলে তাজমুল হোসেন বলেন, আমি আমার শ্বশুরবাড়িতে বসবাস করছি। আমার বাবার সঙ্গে প্রায় আমার ফোনে কথা হয়। কিন্তু আমার বাবার বিষয়ে এরকম অপবাদ কখনো আমার মা বা বোনের কাছ থেকে শুনিনি।
এ বিষয়ে জীবননগর থানার ওসি এসএম জাবীদ হাসান বলেন, আমরা হত্যাকাণ্ডের কথা শুনে ঘটনাস্থলে থেকে মা ও মেয়েকে আটক করেছি এবং তারা মতিকে হত্যার সঙ্গে সরাসরি জড়িত বলে সত্যতা স্বীকার করেছেন। এছাড়াও ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা সেটা আমরা তদন্ত করে ব্যবস্থা নেবো।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪