
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত বিএনপি লড়াই চালিয়ে যাবে। তিনি বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে জিয়া নাগরিক সংসদের উদ্যোগে মানববন্ধনে এ কথা বলেন।
শামসুজ্জামান বলেন, “আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে। তারা দেশের মানুষকে অন্ধকারে ডুবিয়ে দিয়েছে। আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য লড়াই চালিয়ে যাব। যতদিন না গণতন্ত্র পুনরুদ্ধার হয়, ততদিন আমরা থামব না।”
তিনি বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য লড়াই করছেন। তিনি দেশের মানুষকে বাঁচাতে লড়াই করছেন। আমরা তারেক রহমানের সঙ্গে একাত্ম হয়ে লড়াই চালিয়ে যাব।”
তিনি বলেন, “আওয়ামী লীগ সরকার মিথ্যা মামলা দিয়ে বিএনপির নেতাকর্মীদের হয়রানি করছে। তারা আমাদেরকে কারাগারে নিয়ে যাচ্ছে। কিন্তু আমরা ভয় পাব না। আমরা লড়াই চালিয়ে যাব।”
মানববন্ধনে বিএনপির নেতারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি জানান।