দিনাজপুরের নবাবগঞ্জে স্বাস্থ্য বিধি অমান্য করে মাস্ক বিহীন চলাফেরা করায় ১২ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা সদরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ও সড়কে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার।
এ সময় মাস্ক ব্যবহার না করার অপরাধে ১২ জনের নিকট হতে ৬ হাজার ২শ টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত। উপজেলা নির্বাহী অফিসার জানান- করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সকলকে স্বাস্থ্য বিধি সর্ম্পকে সচেতন করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। আগামীতে এমন অভিযান অব্যহত থাকবে।