
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে করোনাভাইরাস মোকাবেলায় বিভিন্ন হাট-বাজারে মাস্ক ব্যবহার না করায় ২৫টি মামলায় ১৩ হাজার ৪শত টাকা জরিমানা করা হয়েছে।
গত ১৭ আগষ্ঠ সোমবার বিকেলে দিনাজপুর জেলা প্রশাসকের নির্দেশে চিরিরবন্দরের বিভিন্ন হাট-বাজারে মাস্ক ব্যবহারের সচেতনতা বৃদ্ধির লক্ষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ইরতিজা হাসান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাস্ক ব্যবহার না করায় নগদ অর্থ জরিমানা করেন। তিনি উপজেলার অমরপুর ইউনিয়নের লক্ষীপুর, শান্তিরবাজার ও আব্দুলপুর ইউনিয়নের শিমুলতলী বাজার, স্টেশন রোড, ঘুঘুরাতলীতে অভিযান পরিচালনা করেন। ছবি আছে।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্টনিউজ২৪