সৌদি আরবের রিয়াদে জ্বালানি কাঠ বিক্রির অভিযোগে ৫ বাংলাদেশি ও এক সুদানি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছে মজুদ থাকা স্থানীয় ১০৭৫ টন জ্বালানি কাঠ জব্দ করেছে স্পেশাল ফোর্সেস ফর এনভায়রনমেন্টাল সিকিউরিটির (এসএফইএস) সদস্যরা। খবর আরব নিউজের।
খবরে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিভিন্ন নিরাপত্তা বিষয়ক এজেন্সি এবং পরিবেশ, পানি ও কৃষি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ওই অভিযোন চালানো হয়। এসএফইএসের মুখপাত্র মেহর রায়েদ আল মালিকি বলেছেন, আইন ভঙ্গকারীদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে তুলে দেয়া হয়েছে। তারাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। জব্দ করা কাঠ পরিবেশ, পানি ও কৃষি বিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্টনিউজ২৪