বাংলাদেশ যুব আধিকার পরিষদ বিভাগীয় উপকমিটির রংপুর বিভাগের দায়িত্ব প্রদান করেন, মো: ইব্রাহিম খোকন (কেন্দ্রীয় যুগ্ন আহবায়ক ), এরশাদুল হক (কেন্দ্রীয় সদস্য), রাশেদ শেখ (কেন্দ্রীয় সদস্য). তারা জানিয়েছেন যে, বাংলাদেশে একটি নতুন ধারার রাজনীতিতে রংপুর বিভাগের ৮ জেলা সহ দেশ ব্যাপি যে তরুনদের মাধ্যমে যে যাত্রা শুরু হয়েছে তার মাধ্যমে এদেশ থেকে আন্যয় আপরাধ, দু্র্নীতি ও দর্ষণ থেকে রাজপথে সবসময় সক্রিয় থাকবেন। সেই সাথে জনগণের আধিকার ও গন্ত্র প্রতিষ্ঠায় আন্দোলন করে যাবেন।