চিনিকল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে রংপুর চিনিকল শ্রমিকরা। বুধবার (২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে চিনিকলের সামনে গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়ক অবরোধ করে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছেন শ্রমিক ও আখচাষিরা। তাদের দাবি, মিলটি বন্ধ হলে হাজার হাজার আখচাষি, শ্রমিক ও কর্মকর্তা-কর্মচারীদের পেটে লাথি পড়বে। তাই তারা অবিলম্বে মিল বন্ধের সিদ্ধান্ত বাতিল করে শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীদের পাঁচ মাসের বকেয়া বেতনভাতা পরিশোধ করে মিল চালুর দাবি জানান।
রংপুর চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আবু সুফিয়ান সুজা ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান দুলাল বলেন, গাইবান্ধার একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান রংপুর চিনিকল বন্ধ হলে হাজার হাজার মানুষকে বেকার হতে হবে।
লোকসানের নামে প্রতিষ্ঠান বন্ধ করার এই সিদ্ধান্ত আত্মঘাতী দাবি করে তারা বলেন, মিলের লোকসানের জন্য শ্রমিক ও কর্মচারীরা দায়ী নন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনিয়ম দুর্নীতির দায় শ্রমিকরা নেবেন না। তারা অবিলম্বে সমস্ত বকেয়া পাওনা পরিশোধ করে মিল চালু করা না হলেও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।
আমাদের ফেইসবুক Link: ট্রাস্টনিউজ২৪