দিনাজপুরের নবাবগঞ্জে একটি গভীর নলকূপের ড্রেন খনন করতে গিয়ে একটি গণেশ মূর্তি পাওয়া গিয়েছে । বুধবার উপজেলার শগুনখোলা মাঠ থেকে মূর্তিটি উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ।
জানা গিয়েছে, উপজেলার শগুনখোলা গ্রামে স্থানীয় আবু তালেব মিয়া তার আবাদি জমিতে পানি দেয়ার জন্য শ্রমিকদের মাধ্যমে ড্রেন খনন করাচ্ছিলেন। শ্রমিকরা মূর্তিটি মাটির নিচে দেখতে পেলে আবু তালেবকে জানান। পরে তিনি গণেশ মূর্তিটি নিজ বাড়িতে নিয়ে যান। খবর পেয়ে ওইদিন রাত ১২টার সময় পুলিশ গিয়ে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, মূর্তিটি হিন্দুদের গণেশ দেবতার। কালো রঙের মূর্তিটির আকার ৭ ইঞ্চি। বর্তমানে মূর্তিটি থানা হেফাজতে রাখা আছে। আদালতের আদেশক্রমে মূর্তিটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে।