দিনাজপুর জেলার বিরল উপজেলার ধর্মপুর সীমান্তে ঠিক ১ বছরের পর ভারত থেকে আবারও এসেছে বিলুপ্তপ্রায় প্রাণী ‘নীলগাই’।
ধূসর রঙের এই নীলগাই টি গতকাল শনিবার সকাল থেকে ধর্মপুর শালবন ও এর আশেপাশে ছোটাছুটি করতে দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে উৎসুক জনতা নীলগাইটিকে দেখতে ভিড় জমান।
স্থানীয়রা জানান, সকালে ধর্মপুর শালবন ও আশেপাশের জমিতে একটি ধূসর রঙের নীলগাইকে ছোটাছুটি করতে দেখতে পান তারা।
খবর পেয়ে সেখানে ছুটে যান বন বিভাগের কর্মকর্তা ও বিজিবির সদস্যরা। বনবিভাগের ধর্মপুর বিট কর্মকর্তা মো. মহসীন আলী জানান, এটি নিরীহ প্রাণী, তাই কেউ যাতে এই প্রাণীটিকে বিরক্ত বা ক্ষতি করতে না পারে এ জন্য চেষ্টা চালাচ্ছেন বন বিভাগের কর্মকর্তা ও কর্মীরা।
এর আগে গত বছরের ১৬ মার্চ ভারত থেকে একটি নীলগাই ছুটে আসে ধর্মপুর শালবনে। এরপর দিনভর জনতার ধাওয়া খেয়ে বিকালে মারা যায় প্রাণীটি।