করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে আজ থেকে মাসব্যাপী আংশিক লকডাউনে যাচ্ছে মধ্য জার্মানী। নভেম্বর মাসের পুরোটাই বন্ধ থাকবে ক্যাফে, বার, রেস্তোরাঁসহ বিনোদন কেন্দ্রগুলো। দ্বিতীয় ধাপে করোনা সংক্রমণের দায় গিয়ে পড়েছে জার্মানির পানশালা, রেস্তোরাঁর মতো বিনোদনকেন্দ্রগুলোর ওপর। লকডাউনে যাওয়ার আগের দিন মধ্যরাত পর্যন্ত রেস্তোরাঁগুলোয় গ্রাহক সেবাদান ছিল অব্যাহত। মাসব্যাপী এ ধরনের প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়ে দেশটির জনগণের রয়েছে ভিন্ন মত।
সাধারণ মানুষ বলছেন, ‘কি আর বলব, সামনে নতুন বছর উদযাপন যাতে ভালভাবে হয় সে কারণেই এখন লকডাউনে যাবার সিদ্ধান্ত। তবে, করোনা সংক্রমণের জন্য রেস্তোরাঁ বা পানশালাকে দায়ী করা ঠিক হবে না। তারপরও সরকারের সিদ্ধান্ত বলে কথা।’ আরেকজন বলেন, ‘আমি প্রায়ই ক্যাফেতে যাই। তবে করোনার কারণে আবারও লকডাউনের সিদ্ধান্ত অতিরঞ্জিতই মনে করি। মাসটা অনেক কঠিন হবে।’ এদিকে, রোববার (১ নভেম্বর) পর্যন্ত জার্মানিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাড়ে ১০ হাজারের বেশি মানুষ। আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ৫ লাখ।