
বাংলাদেশের প্রখ্যাত গায়িকা রুনা লায়লা। তিনি তার সংগীত জীবনে ১৮টি ভাষায় ১০ হাজারেরও বেশি গান করেছেন যেম ‘দমাদম মাস্ত কালান্দার’ তারই গাওয়া এই গান ।
আজ সংগীত শিল্পীর ৬৯তম জন্মদিন। জীবনের বিশেষ দিনটির প্রথম প্রহরে পরিবারের সদস্য, প্রিয়জনদের শুভেচ্ছায় ভাসছেন রুনা লায়লা।
বাংলাদেশের সিলেটে জন্মগ্রহণ করেন এ শিল্পী। বাবা সৈয়দ মোহাম্মদ এমদাদ আলী ছিলেন সরকারি কর্মকর্তা এবং মা আনিতা সেন ওরফে আমেনা লায়লা ছিলেন সঙ্গীত শিল্পী।
রুনা লায়লার যখন আড়াই বছর বয়স তার বাবা রাজশাহী থেকে বদলি হয়ে তৎকালীন পশ্চিম পাকিস্তানের মুলতানে যান। সে সূত্রে তার শৈশব কাটে পাকিস্তানের লাহোরে।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪