এবার নতুন করে বিতর্কে জড়ালেন ভারতীয় ঝড় তোলা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হয়েছেন ভারত জাতীয় দলের এই ক্রিকেটার। রেহনুমা ভাটি নামের এক মহিলা মুম্বাইয়ের সান্তাক্রুজ থানায় গত ২৪ই সেপ্টেম্বর এই অভিযোগ দায়েে করেন।
রেহিনুমা ভাটি দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠজন, রিয়াজ ভাটির স্ত্রী। তার মূল অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে। রেহিনুমা জানিয়েছেন, তার স্বামী রিয়াজ ভাটি জোর করে তাকে দিয়ে দেহব্যবসা করাতেন৷ স্বামী ছাড়াও রেহিনুমা তার অভিযোগে ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি ও কংগ্রেস নেতা রাজীব শুক্লা, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মুনাফ প্যাটেল এবং হার্দিক পান্ডিয়ার নাম।
হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে অভিযোগে রেহিনুমা বলেছেন, তাকে ধর্ষণ করেছেন হার্দিক৷ সেই ঘটনায় জড়িত ছিলেন আরেক ক্রিকেটার মুনাফ প্যাটেল, প্রাক্তন বিসিসিআই চেয়ারম্যান রাজীব শুক্লা এবং পৃথ্বীরাজ কোঠারি।
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট-বল হাতে ভালো সময় কাটাননি হার্দিক পান্ডিয়াও। এই অবস্থায় এমন খবর প্রকাশ পাওয়া হার্দিক এবং দলের জন্য বিরাট অস্বস্তিকর একটি বিষয়৷
অবশ্য, মাঠের বাইরের বিতর্কে জড়িয়ে পড়াটা একেবারে নতুন নয় হার্দিক পান্ডিয়ার জন্য৷ এর আগে একটি শো’তে বিতর্কিত মন্তব্য করে শাস্তির মুখে পড়েছিলেন ভারতের এই তারকা অলরাউন্ডার।